মাহিয়া মাহি সিনেমার মতো সোশ্যাল মিডিয়াও সচরাচর স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকছেন।
বর্তমানে রাজনীতিতে তার উপস্থিতি দেখা যাচ্ছে, করছেন রেস্তোরার ব্যবসায়ও।
সম্প্রতি চাঁপাই নবাবগন্জ – ৫ আসন থেকে উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিয়েও নমিনেশন পাননি।
শনিবার নিজের ফেসবুকে স্ট্যাটাসে স্বামী রাকিবকে উদ্দেশ্য করে লেখেন, ‘ খুব বেশি ভালোবাসা চাই না। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গে দিও। মন খারাপের বিকেল গুলোতে গল্পেরছলে আমার পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙ্গানোর কৌশল আয়ত্ত করে নিও। টুক টুক করে তো অর্ধেক জীবন পার হয়ে গেলো। যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাবো আমৃত্যু।