1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হিরো আলমের মনোয়ন বাতিল

  • প্রকাশিতঃ রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

দুই আসন থেকে হিরো আলমের মনোয়ন বাতিল করা হলো। রবিবার (৮ জানুয়ারি) বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নি কর্মকর্তা মো : সাইফুল ইসলাম মনোয়ন যাচাই বাছাই করে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের  মনোয়ন ফরম বাতিল করেন।

আজ রবিবার দুপুরে হিরো আলমের মনোয়ন ফরম বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের রিটার্নি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, হিরো আলম মনোয়ন ফরমে ১ শতাংশের ভােটার কম এবং ১ শতাংশের কম ভোটার সমথর্ন  থাকায় মনোয়ন ফরম বাতিল করা হলো।

মনোয়ন বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, সোমবার নির্বাচন কমিশনে আপিল করবেন তিনি।

এর আগে গত ২ ডিসেম্বর  বগুড়া – ৪ ও বগুড়া – ৬ আসন থেকে উপ নির্বাচনে স্বতন্ত্র  প্রার্থীর  জন্য  মনোয়ন কিনেন হিরো আলম।

বিএনপির দলীয় সিদ্ধান্তে  বগুড়া -৪ আসন থেকে সংসদ সদস্য  মোশারফ  হোসেন  ও বগুড়া – ৬ আসন থেকে সংসদ সদস্য  গোলাম মো: সিরাজ স্পিকারের কাছে পদত্যাগপত্র জমাদেন। পরে বগুড়া -৪ আসন ও বগুড়া – ৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD