1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ

লাইসেন্স ছাড়া সিটিতে চলতে পারবে না ব্যাটারিচালিত রিকশা

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

এবার সিটি কর্পোরেশন এলাকায় চলাচলে ব্যাটারিচালিত অটো রিক্সাকে লাইসেন্স নিতে হবে। কর্পোরেশন নির্ধারিত এলাকার বাইরে এসব চলাচল করতে পারবে না। আইন ভাঙ্গলে এসব যানবাহন শাস্তির আওতায় আসবে।

এমন বিধান করে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার এ অধ্যাদেশ জারি করেন।

আইনের সংজ্ঞায় সংশোধন এনে শ্লথগতির সাধারণ যানবাহন যুক্ত করা হয়েছে। এতে বলা হয়ছে, শ্লথগতির সাধারণ যানবাহন বলতে সড়ক, নগর বা করপোরেশনের নির্ধারিত এলাকায় জনসাধারণের চলাচলের ব্যবহৃত মানবচালিত, পশুচালিত বা প্যাডেলচালিত নিম্নগতির যানবাহন অথবা তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা(ই-রিক্স)।

আইনের একটি তফসিলে সংশোধনী এনে বলা হয়েছে- কোন ব্যক্তি সিটি কর্পোরেশনের লাইসেন্স এবং নিবন্ধন ব্যতীত নগরীতে মোটরযান বা মোটরগাড়ী ছাড়া অন্যকোন শ্লথগতির সাধারণ যানবাহন রাখতে, ভাড়া দিতে বা চালাতে পারবে না।

তফসিলে আরো একটি সংশোধনী এনে লাইসেন্স এবং নিবন্ধন ছাড়া ই-রিক্সা চালানোর অনুমোদিত গতিসীমার অতিরিক্ত গতিতে চালানো, অতিরিক্ত যাত্রী বহনম অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, যাত্রী ব্যতীত মালামাল পরিবহণ, সিগন্যাল অমান্য বা দূর্ঘটনার পর পালিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

সিটি কর্পোরেশন মনে করলে নির্ধারিত স্থানে ই-রিক্সায় ব্যবহৃত ব্যাটারি চার্জকরণ, ব্যাটারিবিনষ্টকরণ বা পুনর্ব্যবহারযোগ্যকরণ এবং চলাচল সীমিতকরণ ও বাস চলাচলের রুটে ই-রিক্স নিষিদ্ধ করতে পারবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD