1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‎লক্ষ্মীপুরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চায় পরিবার

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

‎যদিও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৭ জনকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুম করা হয়। দীর্ঘ ১২ বছর অতিবাহিত হলেও গুম হওয়া ব্যক্তিদের কোনো সন্ধান মেলেনি। ঘুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা।

গুম হওয়া ব্যক্তিদের স্মরণে শনিবার (৩০ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। এতে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সদস্যরাও অংশ নেয়।


এ সময় বক্তব্য রাখেন- মায়ের ডাক সংগঠনের জেলা সভাপিত ইমন ওমর, মোজাহিদুল ইসলাম স্বাধীন ও ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার।




মানববন্ধনে লক্ষ্মীপুরে গুমের শিকার বিএনপি নেতা ওমর ফারুক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। একই সাথে গুমের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিও জানান তারা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD