স্থানীয় প্রশাসনের তথ্য উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, নানগারহার ও কুনার প্রদেশে দেড় শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর অন্তত তিনবার আফটারশক অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।
রাজধানী কাবুল থেকেও কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন অনুভূত হয়। এছাড়া প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে।






