ক্রিস্টিয়ানা রোনালদোকে সৌদি আরবের ক্লাব আল নাসের খেলানোর জন্য ক্যামেরুনের তারকা ফুটবলার ভিনসেন্ট আবু বকরকে আল নাসের থেকে ছাঁটাট করা হয়েছে।
ক্রিস্টিয়ানা রোনালদো আল নাসের ক্লাবে যোগ দেওয়ায় কপাল পুড়ল এই ক্যামেরুনের ফুটবলারের।
রোনালদোর সাথে আড়াই বছরের চুক্তি হয় আল নাসেরের, আড়াই বছরে আল নাসের ক্লাবের কাছে থেকে রোনালদো পাবেন ২০৭ মিলিয়ন ডলার।
আবু বকর কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত গোল করে, তার গোলে ব্রাজিলকে হারিয়ে জয় পায় আফ্রিকার দেশ ক্যামেরুন।
রোনালদো আল নাসেরে যোগ দিলেও এখনও মাঠে নামা হয়নি তার, কারন, রাগের মাথায় এভারটনের এক ভক্তের ফোন ঙেঙ্গে ফেলায় ফিফার নিষেধাজ্ঞা রয়েছে তার উপর যদিও সেটি ছিল ইউরোপেরলীগে অর্থাৎ দুই ম্যাচ পর খেলতে পারবেন পর্তুগালের এই সি আর সেভেন।
এদিকে, ক্যামেরুনের ফুটবলার আবু বকরকে আল নাসের ছেড়ে দেওয়ায় আবু বকরকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেষ্টার ইউনাইটেড।