এবার আফগানিস্তানের ভূমিকম্প নিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বার্তা দেন।
মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, হে আল্লাহ! আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ভাই-বোনদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আহতদেরকে দ্রুত সুস্থ করুন, তাদের পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার শক্তি দিন এবং সকল প্রকার বিপদ-আপদ থেকে আমাদের হেফাজত করুন।
ভয়াবহ এক ভূমিকম্প আঘাত করেছে মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানকে। গত রাতে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা স্মরণকালের অন্যতম ভয়াবহ এ ভূমিকম্পে এরই মধ্যে ৮০০ অতিক্রম করেছে নিহতের সংখ্যা। সেইসঙ্গে আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ধ্বংসাত্মক এ ভূকম্পনে।
মাত্রই গত সপ্তাহে বন্যার কবলে পড়ে আফগানিস্তানের একই অঞ্চল। এখনও সেই বন্যার ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেননি দুর্যোগ কবলিত মানুষ। এরই মধ্যে এমন ভয়াবহ দুর্যোগ নাড়া দিয়েছে পুরো বিশ্বকে