1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান প্রদেশের দিয়ামার জেলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সকাল ১০ টার দিকে চিলাস শহরে থাকদাস সেনানিবাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামের কাছে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এতে আরও বলা হয়, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণের সময় উড্ডয়নের পরপরই এতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ফলে বিমানে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পাইলট ইন কমান্ড মেজর আতিফ, সহ-পাইলট মেজর ফয়সাল, ফ্লাইট ইঞ্জিনিয়ার নায়েব সুবেদার মকবুল, হাবিলদার জাহাঙ্গীর এবং নায়েক আমির।

এর আগে, দিয়ামারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আব্দুল হামিদ এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, হেলিকপ্টারটি একটি নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।

তিনি বলেন, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD