সত্তর -আশির দশকে ঢাকাই সিনেমায় সুপার টুপার নায়িকা ছিলেন শাবানা। জসিম, আলমগীর, রাজ্জাক, ফারুকেরমতো বাঘা বাঘা নায়কদের সাথে অভিনয় করছেন নায়িকা শাবানা।
হঠাৎ করে সিনেমাকে বিদায় জানিয়ে স্বামী চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ওয়াহিদ সাদিকের সাথে মার্কিন মুল্লুকে পাড়ি জমান শাবানা।
দীর্ঘ দুই যুগ পর ফের সিনেমায় ফিরছেন শাবানা, তবে তা অভিনেত্রী হিসেবে নয় নির্মাতা হিসেবে।
ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমা তৈরী করতে যাচ্ছেন শাবানা।
সিনেমার নায়ক থাকবেন বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। শাকিব খানের নায়িকা থাকবেন ভারতের বিদ্যাবালান বা কাজল।
ভারতের রাজিব বিশ্বাস থাকবেন নির্মাতা এবং বাংলাদেশের থেকেও একজন নির্মাতা থাকবে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাজিব বিশ্বাস
। আগামী ১৬ জানুয়ারি সিনেমার নায়িকা চূড়ান্ত করার জন্য ভারত যাবেন শাবানা