মা হতে চলেছেন কাটরিনা কাইফ। বলিউডের এই আবোদনময়ী অভিনেত্রীর সম্প্রতি মা হওয়ার গুন্জন চাউর হয়েছে।
ভিকি – ক্যাট শুক্রবার মন্দিরে পূজা দেওয়ার সময় ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক মানুষদের নজর কাড়ে, ক্যাটের পরিধান করা ঢিলাঢালা পোষকে সন্দেহ প্রকাশ করে মানুষ। তাছাড়াও, ক্যাট যেকোন স্হানে গেলে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের এড়িয়ে চলেতে দেখা যায় ।
ক্রশকানেকশনের খবর হচ্ছে, ক্যাটরিনা ৬ মাসের অন্তঃসত্ত্বা। তবে, এই বিষয় ক্যাট গণমাধ্যমকে এড়িয়ে চলছে।