বিপিএল শুরুর আগে বিপিএল এর সিইও হওয়ার আবদার করেছিল দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান।
তিনি বলেছিলেন, সিইও এর দায়িত্ব দেওয়া হলে বিপিএল এর চেহারা পরিবর্তন করে দিবেন। সাকিবের কথার সাথে একাত্বতা প্রকাশ করেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ‘মাশরাফি বিন মুর্তজা।
বিপিএলের উদ্বোধনীর দিনে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল সাকিবকে আগামী বছর সিইও ( প্রধান নির্বাহী) পদে আসার জন্য বললেন।
এদিকে, আজ রবিবার (৮ জানুয়ারি) রুচির আয়েজনে ‘মিট উইথ সাকিব ‘ অনুষ্ঠানে সাংবাদিকরা সাকিবকে প্রশ্ন করেন , আপনি সিইও এর দায়িত্ব পালন করতে চেয়েছিলেন। আপনাকে আগামী বছর থেকে সিইও এর দায়িত্বে আসার জন্য আমন্ত্রন জানানো হলো আপনি কি দায়িত্বে আসবেন।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, সিইও এর দায়িত্ব পালন করবো কেন? আমি হলে বিসিবির সভাপতি হব।