1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

স্কোলোনি আর্জেন্টিনার বর্ষসেরা কোচ নির্বাচিত

  • প্রকাশিতঃ সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

আর্জেন্টিনারা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্কোলােনি। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের ইতিহাস ও পরিসংখ্যান বিভাগ স্কােলােনিকে সেরা বর্ষীয়ান কোচের মর্যাদায় ভূষিত করেছে।

 

আর্জেন্টিনার সেরা বর্ষীয়ান কোচের তালিকায় ছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম এবং মরক্কোর কোচ ওয়ালিদ মরোগুইকে।

স্কালোনি প্রথম ছিলেন সাম্পাওলির কোচ , এরপর হন আর্জেন্টিনার সহকারী কোচ অতপর আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হন।

অথচ স্কালােনিকে জাতীয় দলের কোচ করায় ম্যারাডানাসহ অনেকে সমালোচনায় মেতেছিলেন।

স্কোলোনি আর্জেন্টিনার কোচ হওয়ার দায়িত্বে আসার পর মেসিদের উন্নতি  আঁচ করা গেলো।  একের পর শিরোপা আসে মেসি- ডি মারিয়াদের হাত ধরে।

২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জেতে,   এরপর ইতালিতে অনুষ্ঠিত ফিনালিসিমা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এবং কাতার বিশ্বকাপ জেতে।

 

স্কোলোনির সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে আর্জেন্টিনার অর্থাৎ কানাডা, আমেরিকা ও মেক্সিকো বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব থাকবেন তিনি।

আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের ইতিহাস ও পরিসংখ্যান বিভাগ চাচ্ছে স্কোলোনির চুক্তির মেয়াদ বৃদ্ধি করানের জন্য।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD