1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসিনাকে গুনি নাই, তোদের মতো কর্মকর্তাদের গোনার টাইম নাই: সারজিস বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন নোবেল ঘোষণার আগে ট্রাম্পের দাবি: “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি, নোবেল আমারই প্রাপ্য” খালাতো ভাইকে বিয়ে করেছিলেন? স্বীকার করে যা বললেন পরীমণি পুলিশ পিটিয়ে দুই চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের মাশরাফিকে দেখে ‘আরও শক্তিশালী, সাহসী হয়ে উঠি’ টিকটকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা গেল সাগরে নিম্নচাপ, রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবকিছু খুলে বললে অনেকের প্যান্ট খুলে যাওয়ার পরিস্থিতি হতে পারে শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট পরে গাজার কাছাকাছি শহিদুল আলম

মাশরাফিকে দেখে ‘আরও শক্তিশালী, সাহসী হয়ে উঠি’

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
এবার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে সামাজিক মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন বা অন্যান্য ক্ষেত্রে আমাদের চিন্তা যতই ভিন্ন হোক না কেন, মাশরাফি আমার কাছে সব সময়ই মার্ভেলাস ক্যাপ্টেন হিসেবেই থাকবেন।’

তিনি বলেন, ‘খেলার নিয়ম-কানুন বোঝার অনেক আগেই বাবার সাথে ক্রিকেট দেখা শুরু করেছিলাম, কিন্তু খেলাটা বুঝতে পারার সাথে সাথেই তিনি আমার প্রিয় হয়ে ওঠেন এবং এখনো তেমনই রয়েছেন।’

 

মাশরাফিকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করে শবনম ফারিয়া বলেন, ‘১০ বছর বয়স থেকেই আপনার প্রতিটি লেখা এবং ছবি সংগ্রহ করা থেকে শুরু করে এই ৩৪ বছর বয়স পর্যন্ত এখনো তা-ই করি। এখনো একইভাবে গর্ব এবং ভালোবাসায় আপনার জন্য উল্লাস করি, কিছু জিনিস সত্যিই কখনো বদলায় না।’

মাশরাফিকে একজন ক্রিকেটারের চেয়ে বেশি উল্লেখ করে ফারিয়া বলেন, ‘একজন নির্ভীক ফাস্ট বোলার থেকে শুরু করে একজন যোদ্ধা অধিনায়ক, যিনি আমাদের হৃদয় ও সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন। আপনি আমার কাছে কেবল একজন ক্রিকেটারের চেয়েও বেশি কিছু।

‘আপনি একটা আবেগের নাম। স্থিতিস্থাপকতার প্রতীক। এটা মনে করিয়ে দেয় যে জীবন আমাদের যতবারই ঠেলে দিক না কেন, আমরা আরও শক্তিশালী, সাহসী হয়ে উঠি’-যোগ করেন তিনি।

সব শেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, ‘লড়াই ও অনুপ্রেরণার এই স্মৃতির জন্য ধন্যবাদ। সুস্বাস্থ্য, সুখ এবং সামনের আরো অনেক কিছু—এভাবেই এগিয়ে যান, জন্মদিনের জন্য শুভ কামনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD