1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসিনাকে গুনি নাই, তোদের মতো কর্মকর্তাদের গোনার টাইম নাই: সারজিস বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন নোবেল ঘোষণার আগে ট্রাম্পের দাবি: “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি, নোবেল আমারই প্রাপ্য” খালাতো ভাইকে বিয়ে করেছিলেন? স্বীকার করে যা বললেন পরীমণি পুলিশ পিটিয়ে দুই চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের মাশরাফিকে দেখে ‘আরও শক্তিশালী, সাহসী হয়ে উঠি’ টিকটকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা গেল সাগরে নিম্নচাপ, রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবকিছু খুলে বললে অনেকের প্যান্ট খুলে যাওয়ার পরিস্থিতি হতে পারে শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট পরে গাজার কাছাকাছি শহিদুল আলম

পুলিশ পিটিয়ে দুই চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

এবার নরসিংদী পৌর এলাকায় দুই চাঁদাবাজকে হাতেনাতে ধরেছিল পুলিশ। তাদের থানাহাজতে নেওয়ার চেষ্টা করলে হামলা চালান বিএনপি নেতাকর্মীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমকে মাটিতে ফেলে লাথি-ঘুসি মারা হয়।

এছাড়া বাহিনীর বেশ কয়েক সদস্য আহত হন। তাদের মধ্যে শামীমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী শহরের আরশিনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে অতিরিক্ত এসপি শামীমের নেতৃত্বে আট পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ফেরার পথে আরশিনগর মোড়ে তারা দেখতে পান, কয়েক ব্যক্তি ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন।

এ সময় পুলিশ দুজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালান চাঁদাবাজদের সহযোগীরা। তারা সবাই বিএনপি নেতাকর্মী ও দলটির শহর শাখার সহসভাপতি আলমগীর হোসেনের অনুসারী।

পুলিশ জানায়, হামলাকারীরা পুলিশ কর্মকর্তা শামীমকে মাটিতে ফেলে তার ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং লাথি-ঘুসি মারে। এ সময় তারা আটক দুই চাঁদাবাজকেও ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, পুলিশ কর্মকর্তা শামীমের ঘাড় ও পায়ে প্রচণ্ড আঘাতের কারণে রক্ত জমাট বেঁধেছে। তিনি মারাত্মকভাবে আহত হন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত পুলিশ কর্মকর্তা শামীম বলেন, চলন্ত গাড়ি থেকে চাঁদা তোলার কারণ জিজ্ঞাসা করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে চাঁদাবাজরা। মুহূর্তের তাদের ৪০-৫০ জন সেখানে জড়ো হয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি পড়ে গেলে তারা লাথি, কিলঘুসি মারতে থাকে। তারা চলে যাওয়ার পর আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কয়েকদিন আগে নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে পোস্টও দেন। বিষয়টি নিয়ে হুমকিধমকি পেলে তিনি তার ওপর যে কোনো সময় হামলার আশঙ্কাও প্রকাশ করেন।

হামলায় কারা জড়িত? এমন প্রশ্নের জবাবে শামীম বলেন, আরশিনগর মোড়ের পাশে সিএনজি স্টেশনের ইজারাদার ও বিএনপি নেতা আলমগীরের লোকজন হামলা চালিয়েছে এবং আটক করা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়েছে।

পুলিশের ওপর হামলা ও দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলমগীর বলেন, ‘আমি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু পুলিশ কর্মকর্তা শামীম মাঝেমধ্যেই ইজারার টাকা তুলতে বাধা দেন। এর আগেও আমাদের দুজন লোককে ধরে জেলে পাঠান।

আজকেও (শনিবার) আরশিনগর এলাকায় গিয়ে আমাদের লোকজনকে আটক করেন। এখন আমরা বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে সরকারের দেওয়া ২৫ লাখ টাকা ফিরিয়ে দেওয়া হোক। তবে হামলার ঘটনা ঘটেনি। তিনি (শামীম) ঘটনাস্থলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় হয়তো রোদের কারণে মাথা ঘুরে পড়ে আহত হন। আমার লোকজন হামলায় জড়িত নয়।

নরসিংদী পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মনোয়ার হোসেন দাবি করেন, উচ্চ আদালত হাইওয়ে থেকে চাঁদা তুলতে নিষেধ করেছে, পৌরসভা থেকে নয়। তাই আলমগীরকে বৈধভাবে নরসিংদী শহরে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা প্রতি ২৫ টাকা এবং ব্যাটারিচালিত অটোরিকশা প্রতি ১০ টাকা হারে দৈনিক টাকা তুলতে গত ১ বৈশাখে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে।

তবে চালকরা বলেন, যে মোড় থেকে চাদা তোলার জন্য দুজনকে আটক করা হয়েছে, সেখানে কোনো স্ট্যান্ড নেই। বরং সেটি একটি লেভেল ক্রসিং, যা ইজারাবহির্ভূত।

মাইনউদ্দিন, ইব্রাহিম মিয়া, রিয়াদসহ বেশ কয়েক অটোরিকশা চালক বলেন, নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়, সাহেপ্রতাব, আরশিনগর, পৌরসভার সামনেসহ সাত-আটটি জায়গায় প্রতি অটোরিকশা থেকে দৈনিক ১০-৩০ টাকা হারে চাঁদা তোলে কিছু লোক। তারা পৌরসভার কথা বলে টাকা তোলে। দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে। দীর্ঘসময় আটকে রাখে গাড়ি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, চাঁদা তোলার ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, পৌর এলাকার স্থায়ী স্ট্যান্ড থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস ও মিনিবাস থেকে নির্ধারিত হারে পৌরকর উত্তোলন করা যাবে। একই সঙ্গে শহরের ভেতরে অন্যান্য ছোট যানবাহন চলাচল অবস্থায় বা বাইরে থেকে আসা কোনো যানবাহন থেকে চাঁদা আদায়কে অবৈধ বলা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিধানের তোয়াক্কা না করে নরসিংদী পৌরসভায় বাইরে থেকে আসা বা শহরে চলাচলকারী বিভিন্ন অটোরিকশা থেকেও নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে, যা উচ্চ আদালতের আদেশ পরিপন্থী

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD