1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসিনাকে গুনি নাই, তোদের মতো কর্মকর্তাদের গোনার টাইম নাই: সারজিস বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন নোবেল ঘোষণার আগে ট্রাম্পের দাবি: “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি, নোবেল আমারই প্রাপ্য” খালাতো ভাইকে বিয়ে করেছিলেন? স্বীকার করে যা বললেন পরীমণি পুলিশ পিটিয়ে দুই চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের মাশরাফিকে দেখে ‘আরও শক্তিশালী, সাহসী হয়ে উঠি’ টিকটকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা গেল সাগরে নিম্নচাপ, রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবকিছু খুলে বললে অনেকের প্যান্ট খুলে যাওয়ার পরিস্থিতি হতে পারে শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট পরে গাজার কাছাকাছি শহিদুল আলম

খালাতো ভাইকে বিয়ে করেছিলেন? স্বীকার করে যা বললেন পরীমণি

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

facebook sharing button
twitter sharing button
email sharing button
whatsapp sharing button
linkedin sharing button
যদিও ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন। এ ক্ষেত্রে নিজের কাজ নিয়ে যেমন আলোচনায় থাকেন, পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও চর্চা থাকে ব্যাপক। যখন যা-ই করেন না কেন, সেসব নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে বিভিন্ন সময় নানা ধরনের গুঞ্জনও উঠেছে তাকে নিয়ে। তবে কখনো সেসব পাত্তা দেননি এ অভিনেত্রী।

পরীমণির ব্যক্তিজীবন নিয়েও অনেকবার আলোচনা-সমালোচনা হয়েছে। প্রেম কিংবা বিয়ে―সার্বিকভাবে চর্চার শেষ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? জবাবে অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।

এরপর পরীমণির কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে নায়িকা বলেন, না। তারপরই আবার বলেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। এর কারণ সম্পর্কে তিনি বলেন, আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।

প্রেম প্রসঙ্গ শেষ হতেই উঠে আসে বিয়ের বিষয়। এ পর্যন্ত মোট কতবার বিয়ে করেছো, এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, একবার। তারপর উপস্থাপক জানতে চান, চিত্রনায়ক শরিফুল রাজের কথা বলছো, তাহলে বাকি বিয়ের কথা কেন শুনি আমরা? তখন ঢালিউড নায়িকা বলেন, জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।

অভিনেতা শরিফুল রাজ ছাড়াও অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে পরীমণির। শোবিজে অভিষেকের আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি। এমন গুঞ্জনও উঠেছে কয়েকবার। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর বেশ ছড়িয়েছিল সেই গুঞ্জন।

ইসমাইল তোমার স্বামী ছিল কিনা, এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল। তারপর উপস্থাপক ফের জানতে চান, কতবার বিয়ে করতে চাও তুমি? পরীমণি বলেন, আমার না আসলে ১২টি বিয়ে করার (ইচ্ছা আছে)…। ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এই রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ হবে, তা কখনো বুঝিনি। তাহলে কখনো এ কথা বলতাম না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD