এবার রাজধানীর ঢাকার মৌচাক এলাকার ফরচুন শপিং মলে একটি স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, ফরচুন শপিং মলে সংঘটিত চুরির ঘটনায় গ্রেপ্তার চারজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ডিএমপির ডিবি শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ওই সংবাদ সম্মেলনে ঘটনাটির পেছনের কাহিনি, অভিযুক্তদের পরিচয় এবং উদ্ধার হওয়া মালামালের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তিনি।