বিপিএলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি পাচ্ছেন সাকিবসহ আরো দুই খেলায়াড়।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে বরিশাল ফরচুন ও রংপুর রাইডার্সের ম্যাচে সাকিব, সােহান এবং এনামুল হক বিজয় এই তিন খেলোয়াড়কে শাস্তির আওতায় আনা হয়েছে ।
বরিশাল ফরচুন ও রংপুর রাইডার্সের মধ্যেকার ম্যাচের দ্বিতীয় ইংনিসে মাঠে স্ট্রাইক বোলিং ও স্ট্রাইক ব্যাটার বিতর্কে জড়ান সাকিব। সাকিববের সাথে বিতর্কে জড়ান নুরুল হাসান সোহানও। এছাড়াও, এনামুল হক বিজয়ের বিতর্কিত আউট নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়।
ম্যাচ রেফারি আকতার আহমেদ মাঠে অসদাচরণের জন্য সাকিব, সোহান এবং বিজয়কে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেন।