যদিও স্বৈরাচার শাসক শেখ হাসিনার রাজনীতি করতেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহী। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার কাছে নৌকা চেয়েছিলেন। কিন্তু পাননি। তাই স্বতন্ত্রভাবে প্রার্থী হন। কিন্তু পরাজয় ছিল ভাগ্যে লেখা। অনেক পরিশ্রম সত্ত্বেও সেটা বৃথা যায়। মনের দুঃখে বিদায় নেন রাজনীতি থেকে। কিন্তু ২৪-এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ঠিকই শেখ হাসিনার দমন, পীড়ন ও নির্বিচারে ছাত্র-জনতা হত্যার মৌন সমর্থন দিয়ে গেছেন। পরে শেখ হাসিনার পলায়নে নিজেকেও দীর্ঘদিন গোপন রেখে এ নায়িকা শেষে পাড়ি জমান আমেরিকায়। এখন সেখানেই কাজের সন্ধানে নেমেছেন বলে জানা গেছে। অংশ নিচ্ছেন প্রবাসী বাঙালিদের মনোরঞ্জনে ঘরোয়া কিছু অনুষ্ঠানে। তবে স্টেজ অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে টুকটাক। সম্প্রতি এমন এক অনুষ্ঠানে তাকে পুরস্কৃতও করা হয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার জন্য তাকে দেওয়া হয়েছে সম্মাননা। যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘ভায়োলেটস গ্রুপস’ আয়োজিত’ একটি অনুষ্ঠানে ‘বেস্ট অ্যাকট্রেস’ হিসাবে তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ প্রসঙ্গে মাহিয়া মাহী বলেন, ‘অভিনয় জীবনের এক যুগেরও বেশি সময়ের পথচলায় দর্শকের ভালোবাসা পেয়েছি। দর্শক আমাকে নায়িকা হিসাবে এতটা ভালোবাসেন তা নতুন করে অনুভব হলো। আরও ভালোলাগা বাড়িয়ে দিল জান্নাতে অভিনয়ের জন্য বেস্ট অ্যাকট্রেস স্বীকৃতি পেয়ে। বিদেশের মাটিতে এ স্বীকৃতি আমাকে মোহিত করেছে। আজ আমার জন্মদিন। জন্মদিনে পরিবারের সবাইকে, আমার বন্ধুবান্ধবদের খুব মিস করব। সবার দোয়া ও ভালোবাসা চাই।’ এদিকে কিছুদিন আগে ‘আর্তনাদ’ নামে একটি সিনেমায় তার অভিনয় করার কথা শোনা গেছে। সিনেমাটির শুটিং আমেরিকায়ই হওয়ার কথা। তবে বাংলাদেশে কবে আসবেন, অভিনেত্রী তা এখনো নিশ্চিত করেননি