1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

এবার জাতীয় নির্বাচনের আগে ‘গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক বক্তব্য তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে ‘একপেশে’ উল্লেখ করে, “তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে” বলেও মন্তব্য করেন ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের কয়েকটি দফা বিএনপি’র অগোচরে সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। যার অন্যতম, শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার ব্যাপারে ঐকমত্য হলেও সনদে তা অন্তর্ভূক্ত করা হয়নি।

সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধানকে, ‘সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর’ বলেও মনে করে বিএনপি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD