1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কবুল যখন বলেছেন, সংসারও করতে হবে

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেও এখন তার বিপক্ষে অবস্থান নিয়েছে—এমন অভিযোগ তুলে দলটিকে ‘সংসার’ করার পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। আর সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই।’

বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না।

রাজনৈতিক দলগুলোর প্রবীণ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট সময়ের পর আর রাখা হয় না, কারণ তারা হয়তো বয়সের ভারে ক্লান্ত হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি আরও বলেন, ‘আমাদের এ প্রবীণ প্রজন্ম স্বাধীনতাকে যথাযথভাবে ধারণ করতে পারেনি বলেই আমাদের আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।’

পথসভায় উপস্থিত জনগণের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করে রাখতে হবে। কারণ, তারাই ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার এবং জনগণের ভোট ও মৌলিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নেবে বলে তিনি মনে করেন।

এর আগে হাসনাত আবদুল্লাহ লাকসামে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন করেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD