আবারও বিয়ে করলেন বলিউডের ‘ মির্চি গার্লের’ তকমা পাওয়া রাখি সাওয়ান্ত।
প্রেমিক আদিল ডুরানির প্রেমে মগ্ন হয়ে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের বিতর্কিত এই অভিনেত্রী।
ভারতের সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, ২০২২ সালের ২ জুলাই বিয়ে করেন রাখি – আদিল ডুরানি। দীর্ঘ দিন বিয়ের খবর গোপন করলেও শেষ পর্যন্ত তা প্রকাশ্যে আনলেন তারা।
এর আগে রিতেশ এর সঙ্গে বিবাহ হয় রাখির। সেই বিয়ে বিচ্ছেদে রুপ নেয়।
রাখি বলেন, রিতেশ এর সাথে বিচ্ছেদ হওয়ারর পর হতাশায় ভুগছিলাম । বিচ্ছেদের এক মাসের মধ্যে আদিল আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং আমি তার প্রস্তাবে সাড়া দিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই।
প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ এসব বিষয়ে সর্বদা আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত।