জানা যায়, গত ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আরিচপুর গ্রামের আল মামুনের স্ত্রী মোমেনা খাতুনকে মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে ডা. সোনিয়া শারমিন সিজারিয়ান মাধ্যমে শিশুটির জন্ম করান। পরিবার ও উপস্থিত চিকিৎসকদের দাবি—জন্মের মুহূর্ত থেকেই নবজাতকের কান্নার মধ্যে ‘আল্লাহ, আল্লাহ’ শব্দ পাওয়া যায়, যা তাদের বিস্মিত করে।
ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম ঘটনাটিকে ‘অলৌকিক’ হিসেবে উল্লেখ করে শিশুটির কল্যাণ কামনা করেন। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মসজিদের ইমাম হাফেজ আব্দুল গনি খান ভিডিওটি দেখে বলেন, কান্নার মধ্যে ‘আল্লাহ’ শব্দ শোনা যাচ্ছে বলে তার মনে হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।







