1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে নবজাতকের কান্নায় ‘আল্লাহ, আল্লাহ’ শব্দ!

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
    এবার যশোর শহরের মাতৃসেবা ক্লিনিকে জন্ম নেওয়া এক নবজাতকের কান্নার মধ্যে ‘আল্লাহ, আল্লাহ’ শব্দ শোনার দাবি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জন্মের তিন দিন পর, রবিবার (১৫ নভেম্বর) শিশুটির এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে কৌতূহল আরও বেড়ে যায় এবং অনেকেই শিশুটির জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।

জানা যায়, গত ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আরিচপুর গ্রামের আল মামুনের স্ত্রী মোমেনা খাতুনকে মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে ডা. সোনিয়া শারমিন সিজারিয়ান মাধ্যমে শিশুটির জন্ম করান। পরিবার ও উপস্থিত চিকিৎসকদের দাবি—জন্মের মুহূর্ত থেকেই নবজাতকের কান্নার মধ্যে ‘আল্লাহ, আল্লাহ’ শব্দ পাওয়া যায়, যা তাদের বিস্মিত করে।

ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম ঘটনাটিকে ‘অলৌকিক’ হিসেবে উল্লেখ করে শিশুটির কল্যাণ কামনা করেন। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মসজিদের ইমাম হাফেজ আব্দুল গনি খান ভিডিওটি দেখে বলেন, কান্নার মধ্যে ‘আল্লাহ’ শব্দ শোনা যাচ্ছে বলে তার মনে হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD