ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন। এর আগে তিনটি বিয়ে করেন ব্রাজিলের এই সাবেক স্ট্রাইকার।
ব্রাজিলের মডেল সেলিনা লকস এর সাথে ২০১৫ সালে থেকে প্রেম করছেন রােনালন্দো। দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে দুজনে বিয়ে করতে যাচ্ছেন। ব্রাজিলের ২৫ বছর বয়সী মডেল সেলিনা এবং ৪৮ বছর বয়সী রোনালদো বিয়ে করতে যাচ্ছেন কিছু দিনের মধ্যে।
সেলিনা তার ইনস্টাগ্রামে লিখেন, রোনালদো আমাকে বিয়ের প্রস্তাবে দিয়েছে, তার প্রস্তাবে আমি রাজি।
ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, আমিও রাজি।
সেলিনা ‘ভোগ দিওর’ মডেল হিসেবে বর্তমানে পারফরম্যান্স করছেন। রোনালদো স্পেনের ইবিজায় বতমানে বসবাস করেছেন। ব্রাজিলের এই তারকা ফুটবলার ব্রাজিলকে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন।