1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘জীবনে এত বড় ভূমিকম্প দেখিনি’

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

 সারাদেশের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো যমুনাপারের জেলা সিরাজগঞ্জ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে জেলা শহরবাসী। অনেকেই বাসা থেকে বাইরে নেমে আসার চেষ্টা করেন। কেউ কেউ নিজ নিজ ঘরে দোয়া-দরুদ পড়া শুরু করেন।

ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানেই বসেছিলাম। হঠাৎ করেই ভবনের দেয়ালসহ মেঝে কাঁপতে থাকে। আমরা দ্রুত রুম থেকে বেরিয়ে আসি।

এনজিও কর্মকর্তা আব্দুস সালাম মামুন বলেন, ভবনটা এত জোরে কেঁপে উঠলো যে সবাই আতঙ্কিত হয়ে পড়লাম। আমার জীবনে এত বড় ভূমিকম্প দেখিনি।

আবু শহীদ, কবির হোসেনসহ বাজারের দোকানিরা বলেন, প্রথমে ভেবেছিলাম হয়তো রাস্তা দিয়ে ভারী গাড়ী যাচ্ছে আর তাই কেঁপে উঠছে। কিন্তু এত বেশি কম্পন এর আগে দেখেনি।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, তাড়াশসহ সিরাজগঞ্জে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD