কর ফাঁকির মামলায় বলিউডের এন এইচ টেন খ্যাত অভিনেত্রী আনুশ্কা শর্মাকে নোটিশ দিয়েছে মুম্বাইয়ে একটি আদালত।
বিক্রয় কর ফাঁকি দেওয়ার উঠেছে এই অভিনেত্রী বিরুদ্ধে। মুম্বাইয়ের হাইকোর্টের বেঞ্চে ৪ টি নোটিশ দাখিল করেন এই অভিনেত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, এই অভিযোগ ভিত্তিহীন।
এদিকে, ২০১২ থেকে ২০১৬ সাল এই চার বছর কর ফাঁকির মামলার নোটিশ পাঠায় আনুশ্কাকে আদালত ।
বিক্রয় কর ফাঁকি সংক্রান্ত মামলায় বাতিল করার জন্য আদালতে পাল্টা আবেদন করেন তিনি।
এই পর্যন্ত দুইবার শুনানি হয়েছে এই মামলার। আগামী ৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত অর্থাৎ ৬ জানুয়ারি মুম্বাইয়ের আদালতে শুনানিতে অংশ নিবেন বিরাট কোহেলির সহধর্মিণী।