ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের সুপার নায়িকা একা বিয়ে করেছেন। নায়িকা একার বিয়ে নিয়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা গেলেও অবশেষে নিজের বিয়ের খবর গণমাধ্যমে অকপটে স্বীকারও করলেন তিনি । একা বলেন, তার স্বামী বর্তমানে বিদেশে আছে। বিদেশ থেকে আসলে বড় পার্টি করে সবাইকে দাওয়াত দেওয়ায় হবে।
‘রাখাল রাজা ‘ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন একা। এরপর ১৯৯৭ সালে বিখ্যাত পরিচালক কাজী হায়াতের ‘তেজী ‘ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী।
‘তেজী ‘ ছবিতে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেন একা।
মান্না মারা যাওয়ার পর নিজের ক্যারিয়ার তেমন সচল রাখতে পারেননি একা। পরে একার ক্যারিয়ার মুখ থুবড়ে পড়ে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর একার খোঁজ খবর না থাকলেও গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আলোচনায় আসেন এই অভিনেত্রী।