বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শরাফ উদ্দিন আজাদ সোহেল রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের শাসনামলে টানা দুইবার উপজেলা চেয়ারম্যানের পদ দখল করেন। অভিযোগ রয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে ১৭ বছর রামগতিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও নির্যাতন চালান আওয়ামী লীগের এ নেতা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল ছিলেন আত্মগোপনে। হঠাৎ করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতার মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলছে সমালোচনার ঝড়।

জানা যায়, গত ১ ডিসেম্বর বিদেশ যাওয়ার সময় নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহেলের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, এ উপজেলায় নতুন এসেছি। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখব।