1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
১লা রজব, ১৪৪৭ হিজরি

ঢাকায় এক ব্যক্তিকে গুলি

  • প্রকাশিতঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

এবার মহাখালী টিভি গেটের পাশে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকায় নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এই ঘটনা ঘটে।

আহত নাজিম উদ্দিন জানান, একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি। বিকেলে টিভি গেটের কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন। তখন ১০-১২ জন মুখোশধারী সাইটের ভেতর ঢোকেন। এরপর তাকে ও সাইট ইঞ্জিনিয়ারকে একদিকে ঠেলে নিয়ে যান।

এরই মধ্যে ২-৩ জন তাকে জাপটে ধরেন। পাশে থাকা তিনজন পিস্তল বের করে গুলি ছোড়েন। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। এরপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।

 

ঢাকায় ফ্যানে ঝুলছিল যুবকের মরদেহ
তিনি বলেন, কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজ এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তারা আমার মানিব্যাগটি নিয়ে গেছেন। পরে আহত অবস্থায় সহকর্মীরা আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিটি বেরিয়ে গেছে।

স্বজনরা জানান, নাজিম উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে নাখালপাড়ায় থাকেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD