এবার রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।জামায়াত আমির নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
বিস্ফোরণের এই ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে তুলনা করে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে।
তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এ ধরনের চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।