1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই রজব, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
print sharing button
copy sharing button

যদিও চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৩ হাজার ৬৭৮টি অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। তল্লাশিকৃতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ছিলেন।

তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০ হাজার ৪৭২ জন। এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হস্তান্তরের পর আরও ৪১ হাজার ৩৫৭ জনকে আটক করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আটক হয়েছে ইন্দোনেশিয়ার নাগরিক১৫ হাজার ৩৮৫ জন। এরপর বাংলাদেশি ১১ হাজার ১০৫ জন, মিয়ানমারের ৯ হাজার ৭৮৯ জন, ফিলিপাইনের ৪ হাজার ৩৬৫ জন, পাকিস্তানের ২ হাজার ৪৯৭ জন, ভারতের ১ হাজার ৬৩০ জন, থাইল্যান্ডের ১ হাজার ৪৯৩ জন, চীনের ১ হাজার ৩৮ জন, ভিয়েতনামের ৯০৯ জন এবং নেপালের ৭৬৯ জন নাগরিক রয়েছেন। বাকিরা বিভিন্ন দেশের।

এদিকে অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়া ও আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হওয়া মালিকদের মধ্যে সবচেয়ে বেশি স্থানীয় নাগরিক২ হাজার ১২ জন। এছাড়া বাংলাদেশি ৩৪ জন ও ইন্দোনেশীয় ২১ জন মালিককেও আটক করা হয়েছে। পাকিস্তান, চীন, থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক মালিকরাও এই তালিকায় রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণভাবে অবস্থান এবং কাজের অনুমতির অপব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে। প্রাপ্ত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশি শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।

 

 

দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, ‘অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যারা আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ কঠোর ও প্রতিশ্রুতিবদ্ধ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD