1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই রজব, ১৪৪৭ হিজরি

এবার মোস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সামনের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নেয়ার কথা মুস্তাফিজুর রহমানের। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। মার্চের শেষ দিকে শুরু হয়ে প্রায় দুই মাস ধরে চলবে আইপিএলের এবারের আসর।

 

 

তবে টুর্নামেন্ট শুরুর আগেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় এসেছে আইপিএল। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মুস্তাফিজকে মাঠে নামানোর বিরোধিতা করেছেন এবং এ নিয়ে হুমকিও দিয়েছেন।

 

 

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’ এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের আহ্বানও জানানো হয়েছে।

 

 

পেছনের প্রেক্ষাপটে রয়েছে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা। ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিক নিহত হন, যেখানে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে, যদিও এর সত্যতা পাওয়া যায়নি। পরে ২৪ ডিসেম্বর রাজবাড়িতে অমৃত মন্ডল নামে আরেকজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হন।

 

 

এমন পরিস্থিতিতে মুস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিষয়টি ক্রিকেট অপারেশন্স বিভাগ দেখবে এবং আইপিএলের সূচি ও জাতীয় দলের ব্যস্ততা বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

 

 

আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততাও রয়েছে। আগামী এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম কদিন আগে জানান, আইপিএল চলাকালে আট দিনের জন্য দেশে ফিরতে হবে মুস্তাফিজকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD