1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
১২ই রজব, ১৪৪৭ হিজরি

সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
copy sharing button

 

যদিও ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর সিনেমার ব্যস্ততা—সবকিছুকে পেছনে ফেলে এক বছর যেন কেটেছে ভ্রমণ, স্বস্তি আর আত্ম-অন্বেষণের গল্পে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমের কাছে সদ্যবিদায়ী ২০২৫ ছিল স্মৃতি, সমুদ্র আর পাহাড়ে মোড়া এক রঙিন অধ্যায়। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই সব মুহূর্তকেই নাটকীয় আবেশে ফিরে দেখালেন তিনি, আর একটি ভিডিওতে বিদায় জানালেন ‘গুডবাই ২০২৫’ বলে।

 

 

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই মালদ্বীপ সফরে ছিলেন মিম। এবার নতুন বছরের প্রথম দিনেই এক সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন নায়িকা। যদিও তিনি সেই সৈকত বা স্থানের নামটি উল্লেখ করেননি।

 

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত ছবিতে মিমকে একটি উজ্জ্বল সবুজ অর্থাৎ লাইম গ্রিন রঙের শাড়িতে দেখা গেছে। সৈকতের বিভিন্ন স্থানে কখনো হেঁটে, কখনো দৌড়ে পোজ দিতে দেখা গেছে মিমকে। এ ছাড়াও বাতাসে মিমের খোলা চুল উড়িয়ে আবার ওড়না ওড়ানো পোজও আলাদাভাবে নজর কেড়েছে।

 

 

নায়িকা তার এই সুন্দর মুহূর্ত প্রকাশের সঙ্গে দিয়েছেন একটি বার্তাও। লিখেছেন, ‘কিছু চলমান মুহূর্ত; নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বছরটা হোক সুখের।’ আর এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে মিমের মন্তব্য ঘর।

 

 

উল্লেখ্য, ভ্রমণে মিমের বিশেষ শখের কথা সবারই জানা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ—প্রায়ই ভ্রমণের ছবি শেয়ার করে আলোচনায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি, নতুন বছরের শুরুতেই মিমের এই ‘ভ্রমণকন্যা’ রূপ দর্শকদের মুগ্ধ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD