1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ইরানের উৎসবে পুরস্কৃত ফারিণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
ছোট পর্দা ও ওটিটিতে নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে আগেই প্রমাণ করেছেন তাসনিয়া ফারিণ। পেয়েছেন কিছু পুরস্কারও। তবে তিনি অভিনয়ের স্বীকৃতি পেলেন ইরান থেকে। চলচ্চিত্র নিয়ে দেশটির বৃহত্তম আয়োজন ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কার পেয়েছেন এ ভার্সেটাইল অভিনেত্রী। গতকাল পুরস্কারের ছবিসহ সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। তিনি জানান, ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দেয়া হয়েছে। যদিও উপস্থিত না থাকায় নিজ হাতে পুরস্কারটি নিতে পারেননি তিনি। তবে এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিণ বলেন, নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও এক দিন থাকতে পারলাম না। কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন, এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ।

এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটা সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল। পুরস্কার হিসেবে ফারিণকে একটি ক্রিস্টাল পদক ও একটি সনদ দেয়া হয়েছে। তার হয়ে নির্মাতা ধ্রুব হাসানের পুরস্কার গ্রহণের মুহূর্তটিও শেয়ার করেছেন অভিনেত্রী। এদিকে ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় বাংলাদেশের আরও একটি যোগসূত্র রয়েছে। বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ ছবির জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস।  গত রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এটি শেষ হয়েছে। ৮ই ফেব্রুয়ারি বিকালে ইস্টার্ন ভিস্তা (এশিয়ান-ইসলামিক দেশগুলোর জন্য নির্ধারিত) বিভাগে প্রদর্শিত হয় ফারিণ অভিনীত ‘ফাতিমা’ ছবিটি। 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD