1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কখনো কি বলেছি আমি দেখতে ফর্সা: মাহি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

সামিরা খান মাহি ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। শোবিজে এখন তার শক্ত অবস্থান। নানা সময় ব্যক্তিজীবন ও কাজ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। নতুন বছর ফের আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়। মেকাপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এ নিয়েই চলছে নানান মন্তব্য।

তার নো-মেকআপ লুকের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তারপর থেকে তার গায়ের রঙ নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। যাকে বলা হয় বর্ণবৈষম্য।

ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে কোনো একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকাপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। আর তখন তার এক সহকর্মী মজার ছলেই ভিডিও করে। পরে যা ভাইরাল হয়ে যায়। আর সমালোচনার স্বীকার হয়ে মঙ্গলবার অভিনেত্রী বলেই ফেললেন, আমি কি কখনো কোথাও বলেছি আমি দেখতে ফর্সা।’

এক সংবাদমাধ্যমের সঙ্গে সাৎক্ষাকারে সামিরা বলেন, আসলে ওই ভিডিও নিয়ে মানুষের মধ্যে যে এত আলোচনা, তাতে মনে হয়েছে সবাই ছোট মনের পরিচয় দিয়েছে। অনেকের কথা, তুমি দেখতে কালো, এজন্য ভিডিওতে মুখ ঢেকেছ। আরে ভাই, আমি কি কখনো কোথাও বলেছি আমি দেখতে ফর্সা। আর কার গায়ের রং কী, সেটা নিয়ে আমরা কথা বলব?

এই অভিনেত্রী বলেন, আমরা এখন অদ্ভুত একটা সমাজে বসবাস করছি। এটা নিয়ে আমার কথা বলতেই বিরক্ত লাগে। হতে পারে আমার চোখে ইনফেকশন, মুখে কিছু একটা ছিল, যেকোনো কারণেই মুখ ঢাকতে পারি আমি। বিষয় হচ্ছে, যিনি ভিডিও করেছেন, কোনো অনুমতি ছাড়াই। তাকে নিয়ে কোনো কথা না বলে আমার মুখ কেন ঢাকা এবং দেখতে কেন কালো- এ নিয়ে কথা হচ্ছে।

এই অভিনেত্রী বর্তমানে আসন্ন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরিই ওটিটির কাজও শুরু করবেন। আর ভালোবাসা দিবসে পাঁচ-ছয়টির মতো নাটক প্রচার হতে পারে বলে জানিয়েছেন সামিরা খান মাহি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD