1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাপানি তিন শিশু কার কাছে থাকবে, সিদ্ধান্ত জানালো হাইকোর্ট

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

জাপানি শিশু জেসমিন মালিকা (বড়) ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, প্রথম ও তৃতীয় মেয়েকে নিয়ে জাপানি নাগরিক নাকানো এরিকো বাংলাদেশে বা যেকোনো দেশে বসবাস করতে পারবেন। তবে বাবা সন্তানদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ পাবেন। একইভাবে দ্বিতীয় মেয়ে লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবেন। তবে জাপানি মা দ্বিতীয় মেয়ের সঙ্গে দেখার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায় অনুযায়ী  নাকানো এরিকো তার বড় মেয়ে জেসমিনকে নিয়ে জাপানে যেতে পারবেন।  এর আগে ২০২১ সালে এরিকোকে না জানিয়ে দুই কণ্যা শিশুকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। পরে তার অভিভাবকত্বের দাবিতে করা মামলা পারিবারিক আদালতে খারিজ হয়‌। এরপর আপিলও খারিজ হলে হাইকোর্টে রিভিশন আবেদন করেন তিনি।

এদিকে হাইকোর্টের দেয়া এই রায়ে অসন্তুষ্ট নাকানো এরিকো বলছেন, সন্তানদের নিয়ে ইমরানের এভাবে চলে আসা শিশু অপহরণ এবং পারিবারিক সহিংসতা‌। ছোট মেয়ের জিম্মা চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD