মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায় অনুযায়ী নাকানো এরিকো তার বড় মেয়ে জেসমিনকে নিয়ে জাপানে যেতে পারবেন। এর আগে ২০২১ সালে এরিকোকে না জানিয়ে দুই কণ্যা শিশুকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। পরে তার অভিভাবকত্বের দাবিতে করা মামলা পারিবারিক আদালতে খারিজ হয়। এরপর আপিলও খারিজ হলে হাইকোর্টে রিভিশন আবেদন করেন তিনি।
এদিকে হাইকোর্টের দেয়া এই রায়ে অসন্তুষ্ট নাকানো এরিকো বলছেন, সন্তানদের নিয়ে ইমরানের এভাবে চলে আসা শিশু অপহরণ এবং পারিবারিক সহিংসতা। ছোট মেয়ের জিম্মা চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।