বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। পরে তার থেকে ঘুড়ি সরানোর পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়হান খলিল বলেন, ‘তারে ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। তার থেকে ঘুড়ি সরানোর পর আবারও মেট্রো রেল সার্ভিস শুরু হয়েছে।’
এর আগে গত ৪ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল।
তার আগে ২৩ জানুয়ারি কারওয়ান বাজার অংশে কেবল লাইনের তার আটকে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল।