এ সময় তারা জিম্মিদের মুক্তি এবং খান ইউনুসে ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) হামলা পরিকল্পনা নিয়ে সমঝোতার আলোচনা করেছেন। গ্যালান্টকে অস্টিন জানিয়েছেন যে, রাফায় আইডিএফের হামলার আগে সেখানে বেসামরিক কোনো মানুষের যাতে ক্ষতি না হয় তা আগে নিশ্চিত করা উচিত ইসরাইলের। গাজায় মানবিক ত্রাণ সরবরাহ দিতে হবে।
আইডিএফ চিফ অব স্টাফ হারজি হ্যালেভি পরিস্থিতি মূল্যায়ন করেছেন। লেবানন সীমান্তে রিজার্ভ কমান্ডার, নর্দান কমান্ড প্রধান মেজর জেনারেল ইউরি গরডিন এবং ৯১তম ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাই কালপারের সঙ্গে আলোচনা করেছেন।