কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার আলালপুর নামক স্থানে ময়মনসিংহগামী সিএনজি অটোরিকশাকে শেরপুরগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাতজনের নিহত হন।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধারকাজ চলছে। নিহতদের বিস্তারিত পরে জানানো হবে।’
স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।