বিপিএলে শান্ত খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। দলটির ম্যানেজার বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি মনে করেন, নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহ না থাকলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কম সময় পেয়েছেন শান্ত।
চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শান্তকে নিয়ে কথা বলেন নাফিস। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে। তার নেতৃত্বে আমরা নিউজিল্যান্ডে টেস্ট ও টি-টোয়েন্টি জিতেছি। দেশেও ওয়ানডে জিতেছি। একটা দল যখন ভারসাম্যপূর্ণ থাকে, খেলোয়াড় সব সেট করা থাকে, তখন অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়। তিনি পরিকল্পনা সাজাতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ইভেন্ট সামনে। এখানে আমার মনে হয়, এত বড় টুর্নামেন্টের আগে চার মাস খুব কম সময়। আশাকরি, শান্ত তার লিডারশিপ দিয়ে সব ঠিক করে নিতে পারবে।’
গত বছরটা দারুণ কেটেছিল শান্তর। ব্যাট হাতে যেমন সবার ওপরে ছিলেন, তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করে দলকেও সাফল্য এনে দিয়েছেন। তার হাতেই তাই আগামীর বাংলাদেশ দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।