1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের আগে সময় কম পাচ্ছে শান্ত, বললেন নাফিস

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের প্রশংসা করেনি, এমন লোক পাওয়া ভার। খণ্ডকালীন নেতৃত্ব থেকে বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শান্ত। তাকে নিয়ে আশাবাদী সবাই। বাংলাদেশের ক্রিকেটে সচরাচর যা হয়, বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত এলে তা নিয়ে সবাই বিভক্ত হয়ে পড়ে। শান্তর বেলায় হয়েছে ব্যতিক্রম। এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন ক্রিকেট ভক্তরা।

বিপিএলে শান্ত খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। দলটির ম্যানেজার বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি মনে করেন, নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহ না থাকলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কম সময় পেয়েছেন শান্ত।

চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শান্তকে নিয়ে কথা বলেন নাফিস। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে। তার নেতৃত্বে আমরা নিউজিল্যান্ডে টেস্ট ও টি-টোয়েন্টি জিতেছি। দেশেও ওয়ানডে জিতেছি। একটা দল যখন ভারসাম্যপূর্ণ থাকে, খেলোয়াড় সব সেট করা থাকে, তখন অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়। তিনি পরিকল্পনা সাজাতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ইভেন্ট সামনে। এখানে আমার মনে হয়, এত বড় টুর্নামেন্টের আগে চার মাস খুব কম সময়। আশাকরি, শান্ত তার লিডারশিপ দিয়ে সব ঠিক করে নিতে পারবে।’

গত বছরটা দারুণ কেটেছিল শান্তর। ব্যাট হাতে যেমন সবার ওপরে ছিলেন, তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করে দলকেও সাফল্য এনে দিয়েছেন। তার হাতেই তাই আগামীর বাংলাদেশ দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD