1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পুলিশ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

ভারতের উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে অভিনেত্রী সানি লিওনের নামসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরই মধ্যে পুলিশের সাইবার টিম বিষয়টি নিয়ে তদন্ত করছে।

সংবাদপ্রতিদিন, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, প্রবেশপত্রে বরাদ্দ পরীক্ষা কেন্দ্রটি ছিল কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। গত ১৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটি উত্তরপ্রদেশের মাহোবার এক বাসিন্দার। রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া ঠিকানাটি মুম্বাইয়ের।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন কোনো পরীক্ষার্থী ওই নির্দিষ্ট প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসেনি।

পুলিশ জানিয়েছে, প্রবেশপত্রটি ভুয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন সানি লিওনের ছবি আপলোড করা হয়েছিল। পুলিশের সাইবার সেল বিষয়টি তদন্ত করছে।

উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সব জেলায় দুই শিফটে দুদিনের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রগুলোতে সুরক্ষা বাড়ানো হয়েছে।

রাজ্য পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানান, পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বনের পরিকল্পনার অভিযোগে শনিবার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD