এ থেকে বাদ যান না চিত্রনায়ক শাকিব খানও। এই তো, নয় মাস আগেই তাকে নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন বুবলী। বলেছিলেন, শাকিব নিজেকে সুপারস্টার দাবি করেন। তার নাম এখন মুখেও আনতে চান না। এ নিয়ে ওই সময় ব্যাপক সমালোচনা ও চর্চা হয়েছিল।

তবে সেই সব চর্চা এখন অতীত। এবার সুর পাল্টালেন অভিনেত্রী। শনিবার (১৭ ফেব্রুয়ারি) কলকাতায় বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিজার প্রকাশ হয়। সেই অনুষ্ঠানেই শাকিবকে নিয়ে কথা বলেন তিনি। সেখানে তার ব্যাপক প্রশংসাও করেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা বুবলীকে প্রশ্ন করেন, দেশের বাইরে সিনেমায় অভিনয়ের আগে শাকিবের কাছ থেকে কোনো পরামর্শ বা উপদেশ নিয়েছেন কিনা। জবাবে তিনি বলেন, আসলে সবসময় শাকিবের শুভকামনা ও ভালোবাসা থাকে। কারণ তার হাত ধরেই আমার ক্যারিয়ার শুরু হয়েছে। ওর মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলা।
বুবলী আরও বলেন, শাকিব অনেক কিছুই দেখিয়েছেন, শিখিয়েছেন। টানা পাঁচ বছর আমি তার সঙ্গেই তো কাজ করেছি। আর এখন তো আমরা পরিবারের অংশ। এজন্য সেখান থেকে সবসময় ভালোবাসা ও শুভকামনা থাকে।

টিজার প্রকাশের আগে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার পোস্টার প্রকাশ হয়। পোস্টারটি ঢালিউড সুপারস্টার শাকিব দেখেছেন বলেও জানান বুবলী। তিনি বলেন, শাকিব পোস্টার দেখেছেন এবং ভীষণ পজিটিভ তিনি। কাজের ব্যাপারে সবসময়ই ইতিবাচক থাকেন।
প্রসঙ্গত, কলকাতার নারায়ণ চ্যাটার্জি ও বাংলাদেশের কাজী জাফরিনের প্রযোজনায় ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা। থ্রিলার ধাঁচের এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন এপার বাংলার খায়রুল বাসার নির্ঝর। সিনেমার গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সিদ্ধার্থ ও অমিত ব্যানার্জি। সংগীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।