1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ভুয়া একাউন্ট খুলে প্রতারণা, বিদ্যা বালানের মামলা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক প্রোফাইল খুলে বলিউডের ফিল্মি সেলিব্রেটিদের নামে অশ্লীল কীর্তিকলাপ করা এ যেন নিত্য দিনের নিয়ম গিয়েছে। বার বার এমন ঘটনার প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্জে উঠেছেন অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু পরিস্থিতি পালটায়নি। আর এবার সেরকমই এক বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান! অভিনেত্রীর নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়ে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। তাই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন বিদ্যা।

 

জানা গেছে, তার নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার অভিযোগে মুম্বাইয়ের খার থানায় মামলাটি করেন বিদ্যা। মামলার অভিযোগ পত্রে মুম্বাই পুলিশকে অভিনেত্রী জানিয়েছেন, বিদ্যা বালান এর নামে একটি ইনস্টাগ্রাম আইডি তৈরি করা হয়েছে। এরপর ওই অভিযুক্ত চাকরির আশ্বাস দিয়ে লোকদের কাছে টাকা চাইছিল।

পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিদ্যা বালানের নামে যে ইনস্টা আইডি তৈরি করেছিলেন তার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য লোকেদের প্রতারণা করেছিল। খার পুলিশ আইটি আইনের ৬৬(এ) ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে।

 

গত ১৬ ফেব্রুয়ারি প্রণয় নামের এক ব্যক্তি বিদ্যা বালানকে জানান, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ দিয়ে বলা হয় আলোচনার মাধ্যমে তাকে কাজের সুযোগ দেওয়া হবে। পরে অভিনেত্রীর সঙ্গে প্রণয় যোগাযোগ করলে বিদ্যা বালান বলেন, এই নাম্বারটি আমার নয়। গত ১৭ ও ১৯ ফেব্রুয়ারি আরও কয়েকজন ব্যক্তি অভিনেত্রীকে জানান, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। মূলত এ কারণেই থানায় মামলা করতে হয়েছে বিদ্যা বালানকে।

 

সর্বশেষ ‘নিয়ত’ সিনেমায় দেখা গেছে বিদ্যা বালানকে। গত বছরের ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন— রাম কাপুর, রাহুল বোস, অমৃতা পুরি প্রমুখ। এদিকে আগামীতে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাতে বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালানের চরিত্রকে নাকি ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক। শিগগিরই ‘ভুলভুলাইয়া ৩’-এ শুটিং শুরু হতে চলেছে। শোনা যাচ্ছে, কলকাতার বেশ কিছু জায়গায় শুটিং হবে এই সিনেমার।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD