1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ঘুষ নেওয়ার সময় ধরা, কেঁদে ভাসালেন নারী কর্মকর্তা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন, এমন ঘটনা অনেক আছে। তবে এ রকম ঘটনার কথা হয়তো কম শুনেছেন। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে কেঁদে ভাসিয়েছেন এক সরকারি কর্মকর্তা।

ধরা পড়ে কেঁদে অনুনয়-বিনয় করেন এই কর্মকর্তা। তবে তাতে কোনো কাজ হয়নি, গ্রেপ্তার করা হয়েছে তাকে। খবর আনন্দবাজারের।

ঘটনাটি ভারতের তেলঙ্গানার। অভিযুক্ত ওই নারী কর্মকর্তার নাম কে জগা জ্যোতি। তিনি তেলঙ্গানার তপশিলি উপজাতি কল্যাণ দপ্তরের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।

জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে আগে থেকেই ঘুষ নেওয়া এবং দুর্নীতির অভিযোগ ছিল। সেই অভিযোগ দুর্নীতি দমন শাখার কাছেও পৌঁছায়। এরপর থেকেই ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরার জন্য অপেক্ষা করছিল স্থানীয় দুর্নীতি দমন শাখা (এসিবি)।

এবার মিলেছে সেই সুযোগ। এক ব্যক্তির কাজ করিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে ৮৪ হাজার রুপি ঘুষ চেয়েছিলেন জ্যোতি। সেই টাকা নিয়ে ইঞ্জিনিয়ারের দপ্তরে হাজির হয়েছিলেন ওই ব্যক্তি।

কিন্তু টাকা নেওয়ার সময়েই তাকে হাতেনাতে ধরে ফেলেন এসিবির সদস্যরা। অভিযুক্ত ইঞ্জিনিয়ারের ফেনল্‌পথ্যালিন পরীক্ষা করতেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে দাবি তাদের।

এদিকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েই কান্নায় ভেঙে পড়েন ইঞ্জিনিয়ার কে জ্যোতি। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে ওই ইঞ্জিনিয়ারকে কাঁদতে দেখা গেছে। আর তার সামনে টেবিলে রাখা ৫০০ টাকার বান্ডিল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। 

এসিবি জানিয়েছে, কে জ্যোতি দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিকবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৮৪ হাজার রুপি জব্দ করা হয়েছে।

সংস্থাটির ডিরেক্টর জেনারেল সিভি বোস জানিয়েছেন, ইঞ্জিনিয়ার কে জগা জ্যোতির অফিস ছাড়াও তার বাড়ি থেকে নগদ ৬৫ লাখ রুপি এবং চার কেজি সোনা উদ্ধার হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD