বুধবার ও বৃহস্পতিবার (২১ ও ২২ ফেব্রুয়ারি) দু’দিনে উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে।
আহতরা হলেন বালিহারী গ্রামের মো: দুলাল (৬০), মো: জাফর (৬৫), ফাহিমা (১৭), সাদমান (২.৫), খালেদা বেগম (৪৫), সিনথিয়া (১৮), অনিক (১৩), সাইদুর রহমান (৪৫), সায়ন (১১), মুকুল বেগম (২৫), সেহাংগলের তায়েবা বেগম (৬০), সারেংকাঠির শর্মি (১৫), চিলতলার আরিয়ান শাহ (২১), সোহাগদলের পারভীন বেগম (৩৯)। আহতদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বালিহারী গ্রামের স্বর্ণকার বাড়ির এলাকায় ১১জন পাগলা কুকুরের কামড়ে আহত হন এবং বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে আরো ছয়জন আহত হন।
নেছারাবাদ হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বালিহারি, সেহাংগল, চিলতলা, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন।
গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, কুকুরের আক্রমণে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।