বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ ডিবি অফিসে পোঁছান তিনি। সেখান থেকে বের হন ৩টা ৫০ মিনিটে।
ডিবিতে নিপুনের যাওয়াকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। নায়িকার সঙ্গে তারা কথাও বলতে চান। তবে বের হয়ে নিপুন জানান, ব্যক্তিগত কারণে তিনি সেখানে গেছেন। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
এদিকে আসছে ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, হয়তো নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার না করতে পারে সে কারণেই ডিবিপ্রধানের সঙ্গে নিপুনের এই সাক্ষাৎ। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে ভোটযুদ্ধে অংশ নেবেন তিনি।