1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

 বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সরকারি এই সিদ্ধান্ত মোতাবেক দেশটির রপ্তানিকারকরা আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে বিক্রি করতে পারবেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ভারতের ভোক্তাবিষয়ক দপ্তরের সচিব রোহিত কুমার সিং।

বাংলাদেশের পাশাপাশি মরিশাস, বাহরাইন ও ভুটানে পেঁয়াজ রপ্তানির পরিমান নির্ধারণ করেছে ভারত। সিদ্ধান্ত অনুযায়ী, মরিশাসে ১ হাজার ২০০ টন, বাহরাইনে তিন হাজার এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে।

রোহিত কুমার সিং জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ এবং অন্য তিনটি দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ৮ ডিসেম্বর ভারতের বাজারে সরবরাহ বাড়াতে এবং সেদেশ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিলো ভারত। এতে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD