চতুর্থ দিনে রাঁচি টেস্টে মোট উইকেট পড়েছে ১৩টি। এর মধ্যে ১২টিই শিকার করেছেন দুই দলের স্পিনাররা। ইংল্যান্ডের ১০টি উইকেটের অশ্বিন ৫টি, কুলদিপ যাদব ৪টি ও রবীন্দ্র জাদেজা একটি নেন। টেস্টে ৩৫তমবার পাঁচ উইকেট শিকার করলেন অশ্বিন। এদিন অনীল কুম্বলের সমান ৩৫বার পাঁচ উইকেট নেওয়ার সজির গড়লেন ডানহাতি অফস্পিনার।
দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। পঞ্চম ওভারে টানা ২ বলে বেন ডাকেট ও ওলি পোপকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট ১১ রানে ফিরে যান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। ৭৬ বলে ১৭ রান করেন বেন ফোকস। এ ছাড়া জনি বেয়ারেস্টো ফিরেছেন ৩০ রানে। শেষ পর্যন্ত ৫৩.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।
জয়ের জন্য ১৯২ রান তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ৮ ওভারে বিনা উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রান তোলে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিততে ১০ উইকেট হাতে রেখে স্বাগতিকদের প্রয়োজন ১৫২ রান।