1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাইফুদ্দিনকে ৫ ছক্কা হাঁকানোর ম্যাচের সেই আম্পায়ার আর নেই

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিনকে এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়েছেন ডেভিড মিলার। ওই ওভারে মোট রান হয়েছিল ৩৫।

ননস্ট্রাইক প্রান্তের স্টাম্পের পেছনে দাঁড়িয়ে মিলারের সেই বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী হয়েছিলেন আম্পায়ার শন জর্জ। সেই মুহূর্তের নিখুঁত সাক্ষী হওয়া আম্পায়ার মারা গেছেন।

 

গতকাল শনিবার গেবেখার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার এই আম্পায়ার। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি। মৃত্যুকালে জর্জের বয়স হয়েছিল ৫৬ বছর।

জর্জের মৃত্যুতে শোক জানিয়ে সিএসএ প্রধান নির্বাহী বিবৃতিতে বলেন, ‘শনের আকস্মিক বিদায়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বড় শূন্যতা তৈরি হয়েছে। যারা তাকে চিনতেন, সবাই তাকে হারানোটা অনুভব করতে পারবেন। তার অসাধারণ ব্যক্তিত্ব, উদারতাকে সবাই মিস করবেন।’

 

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ারিং করা থেকে অবসরে গিয়েছিলেন জর্জ। তবে বিভিন্ন ঘরোয়া ক্রিকেকে তাকে আম্পায়ারের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বমোট ১১০ ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন জর্জ। তিন ফরম্যাট মিলিয়ে টিভি আম্পায়ার ছিলেন ২২ ম্যাচে। এছাড়া ৪৭টি নারী ক্রিকেট ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD