1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ফারাজ করিম চৌধুরীর বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে তরুণ রাজনীতিবিদ ও ‘মানবিক ব্যক্তিত্ব’ ফারাজ করিম চৌধুরীর বিয়ে। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। বিয়ের ছবি প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। সাদামাটা-ভাবে মসজিদে শরিয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করায় প্রশংসিত হয়েছেন।

২৩ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি জানান ফারাজ। লেখেন, আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং (শুক্রবার) ঢাকার মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী, ফারাজ করিম চৌধুরীর (আমি) সাথে আফিফা আলমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ফারাজ আরও লেখেন, আগামী ১ মার্চ ২০২৪ ইং (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার কথা রয়েছে। এদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত (চট্টগ্রাম রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়ী)।

বিয়ের এমন আবেগ-ঘন পোস্ট আর বৌভাতের নিমন্ত্রণ জানিয়ে বিয়ের একটি ছবিও শেয়ার করেছেন ফারাজ। পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে, মসজিদের নারীদের সংরক্ষিত স্থানে বিয়ের লাল শাড়িতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন কনে আফিফা আলম। আর দরজার বাইরে সাদা পাঞ্জাবিতে বর বেশে দাঁড়িয়ে আছেন ফারাজ।

নবদম্পতির ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে মো: নাসির উদ্দীন লিখেছেন, আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক আল্লাহর দরবারে এই কামনা করি।ভাবীকে পেয়ে আমাদেরকে ভুলবেন না এই আশা করি আজকের শুভদিনে।
গিয়াস উদ্দিন লিখেছেন, ফরাজ করিম আপনি অনেক ভাল মানুষ আমরা সবাই জানি। আপনি বিয়ে করেছেন দোয়া করি আল্লাহ যেন আনাদেরকে সুখে রাখেন। আমার অনুরোধ আপনার সহধর্মিণী কে অবশ্যই পর্দার মধ্যে রাখবেন।অনেক শুভ কামনা।

মৌসুমি আক্তার লিখেছেন, দুজনকে অনেক সাদামাটা এবং সুন্দর লাগছে। আল্লাহ সুখী করুক,,,আমিন।, শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য সারা জীবন যেন সুখে শান্তিতে সংসার করতে পারেন এবং সবাইকে উপকার করে যাবেন চিরস্থায়ী আমিন।

পাত্রী আফিফা আলম ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন। এরপর ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন।

অন্যদিকে ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্ন-বাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ-মাধ্যমে তুলে ধরে দেশজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD